ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ১০ ভাদ্র ১৪৩২
good-food
২৪০

 ই-ভ্যালির ব্যবসা খতিয়ে দেখতে বাণিজ্য মন্ত্রণালয়ে কমিটি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪২ ২৭ আগস্ট ২০২০  

বাণিজ্য মন্ত্রণালয় ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-ভ্যালির কার্যক্রম খতিয়ে দেখতে তৎপর হয়েছে। গতকাল বুধবার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ অনুবিভাগের যুগ্ম সচিব মো. আবদুছ সামাদ আল আজাদ।

বাণিজ্যসচিব মো. জাফরউদ্দীন সংবাদমাধ্যমকে বলেন, ‘কমিটি কাজ শুরু করেছে। আমরা ই-কমার্সের ভালো চাই। তবে সবার আগে চাই গ্রাহক যাতে প্রতারিত না হন, সেই ব্যবস্থা। কমিটির প্রতিবেদনে যথাযথ সুপারিশ উঠে আসবে বলে আমি বিশ্বাস করি।’

এর আগের দিন, গত মঙ্গলবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ই-ভ্যালি ডটকম লিমিটেডকে চিঠি দিয়েছে। ই-ভ্যালি তার গ্রাহকদের ৮০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত অস্বাভাবিক ক্যাশব্যাক অফার দিচ্ছে বলে বাজারে একচেটিয়া কারবারের (মনোপলি) অবস্থা তৈরি হতে যাচ্ছে এবং প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে প্রতিযোগিতা কমিশন। এ ছাড়া কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কার্ডে ই-ভ্যালির পণ্য কেনার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করছে।


প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত ই-ভ্যালির লেনদেন, আয়-ব্যয়সহ কোম্পানির বিস্তারিত বিবরণ, ই-ভ্যালির আওতাভুক্ত পণ্যগুলোর বিবরণ, ই-ভ্যালির পণ্যের ভৌগোলিক সীমানার বিবরণ, ই-ভ্যালির মাধ্যমে যেসব ব্যবসাপ্রতিষ্ঠান ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছে, তাদের তালিকা ও ব্যবসায়িক লেনদেনের পদ্ধতি ও শর্তাবলি জানতে চেয়েছে।